বৃহত্তর গর্জনিয়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে কচ্ছপিয়া কেজি স্কুল

মোহাম্মদ ইউনুছ (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি: রামুর কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো.ইসমাইল নোমান বলেছেন- রামুর কচ্ছপিয়া কে.জি স্কুল বৃহত্তর গর্জনিয়ায় শিক্ষার বাতিঘর। এটির সুনাম অনেক। এ স্কুলের ফিউচার রয়েছে। তাই সবাইকে এ ধরনের প্রতিষ্ঠানকে ধরে রাখার চেষ্ঠা করতে হবে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে কচ্ছপিয়া কেজি স্কুলের অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নোমান আরো বলেন-শিক্ষা মানুষকে বড় করে। তবে এ শিক্ষা যেন মেধায় হয়। বর্তমানে দেশে ভাল ডাক্তার ইঞ্জিনিয়ারের বড় অভাব। তাই শিক্ষার্থীদের বেশী বেশী পড়তে হবে। জানতে হবে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ বলেন, বর্তমানে বুনিয়াদি শিক্ষার পরিবেশ নেই বলে এ এলাকায় শত বছরে আশানূরূপ উচ্চ পদস্থ সরকারী কেউ নে। যা রয়েছে তা অতি নগণ্য। এ অভাবের তাড়নায় এ কেজি স্কুলের সৃষ্টি। বর্তমানে কচ্ছপিয়া কেজি স্কুলে এভাবে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ রানা বলেন- কচ্ছপিয়া কে.জি স্কুল ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। এটি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদের কৃতিত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- কচ্ছপিয়ার শিক্ষাবিদ ও দানবির আলহাজ্ব আবু আব্দুল্লাহ জহির উদ্দিন বদরু, গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, কচ্ছপিয়া উচ্চবিদ্যালয়ের সদস্য সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু, যুবলীগ নেতা আব্দু শুক্কুর, যুবদল নেতা শাহীনুর রহমান প্রমূখ।