খুলনা

বেনাপোল পুটখালী সীমান্তে ০১টি বিদেশি পিস্তল সহ দুর্ধর্ষ অস্ত্র ব্যবসায়ী জহুরুল আটক

নূরে হাবিব,শার্শা প্রতিনিধিঃ
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ০১ টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ০১টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী জহুরুল বিশ্বাস (৩০) আটক করেছে ২১ বিজিবি।

১৬ অক্টোবর (রোববার) রাত সাড়ে ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপি’র ০১টি চৌকষ টহল দল পুটখালী গ্রামস্থ কামারবাড়ী মোড় পাকা রাস্তার উপর তল্লাশী করে তার কোমরের লুঙ্গির পিছন হতে ০১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০১টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলিসহ পুটখালী এলাকার দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মোঃ জহুরুল বিশ্বাস (৩০), পিতা- মৃত জাহান আলী বিশ্বাস, গ্রাম- পুটখালী পশ্চিমপাড়া,’ ডাকঘর- বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে তল্লাশী করে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।

২১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান,বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিশেষ অপারেশন পরিচালনার সাথে সাথে তল্লাশী চৌকি/পোষ্টগুলোতে বিশেষ তল্লাশীতে বিপুল পরিমানে স্বর্ণ এবং মাদক দ্রব্য আটক হওয়ায় স্থানীয় চোরকারবারীরা অবৈধ অস্ত্র ও গোলাবারুদের আমদানী করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করে তুলে বিজিবির দৃষ্টি ভঙ্গির আড়ালে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ এবং ভারত হতে বাংলাদেশে অস্ত্র-গোলাবারুদ, রৌপ্য, মাদকসহ বিভিন্ন প্রকার নিষিদ্ধ পন্য চোরাচালানের পরিকল্পনা করছে। কিন্তু ২১ (বিজিবি) কঠোর হস্তে তা দমন করে চলেছে। তিনি আরও জানান, দুর্ধর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ জহুরুলকে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হবে। আটককৃত অস্ত্র- গোলাবারুদের সিজার মূল্য- ১,০১,৮০০/- টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button