মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:
বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর শ্রমিক কল্যাণ তহবিলের জমা রাখা টাকা উত্তলনের জন্য শ্রমিকদের বেনাপোল বাজারস্থ সিটি ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি করেন।
২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১ টার সময় বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সদস্যরা শ্রমিক কল্যাণ তহবিলের জমানো টাকা উত্তোলনের জন্য বেনাপোল বাজারস্থ সিটি ব্যাংক শাখায় যায়। ব্যাংক কর্তৃপক্ষ উক্ত টাকা পূর্বের শ্রমিকনেতা বেনাপোল পৌর যুবলীগের সভাপতি রাজু এবং সেক্রেটারি অহিদুজ্জামান অহিদ যৌথ একাউন্টে থাকায় টাকা ফেরত প্রদানে আইনগত অপারগতার কথা জানায়।
এর ফলে ৯২৫ শ্রমিক ইউনিয়নের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সিটি ব্যাংকের সামনে অবস্থান করলে ব্যাংক কর্তৃপক্ষ সিটি ব্যাংক প্রধান কার্যালয়ের সাথে কথা বলে এক সপ্তাহ সময় নেন নবাগত বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব সহিদ আলীর কাছ থেকে।
পরে তার কথায় রাজি হয়ে,তার শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে ফিরে যায়।