ঢাকা

বেলায়েত বাচ্চুর সদস্য পদ বহাল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন বাছুর সদস্য পদ বহাল করেছে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। ২১ নভেম্বর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বেলায়েত বাচ্চুর বিরুদ্ধে স্ত্রীর আত্মহত্যার ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই; এমনকি পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগও দাখিল করেননি।

সম্প্রতি বেলায়েত বাচ্চুর স্ত্রী বিএমএসএফ এর নারী বিষয়ক উপ কমিটির সদস্য আসমা আক্তার আত্মহত্যার ঘটনা কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্র-পত্রিকায় তাকে দোষী করে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি সংগঠনের নজরে আসলে গঠনতন্ত্রের তিন অনুচ্ছেদ অনুযায়ী তার সদস্য পদ স্থগিত করা হয় ।

উক্ত ঘটনায় বেলায়েত হোসেন বাচ্চু বিরুদ্ধে প্রাথমিকভাবে কোন মামলা কিংবা লিখিত অভিযোগ না হওয়ায় তিনি আইনগত ভাবে দোষী নন; তাই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সুপারিশক্রমে বিষয়টি ট্রাস্টি বোর্ডের কাছে উপস্থাপন করা হয়। সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ চার অনুযায়ী তার সদস্যপদ পুনঃ বহাল করা হয়। একই সাথে বেলায়েত হোসেন বাচ্চুকে পূর্বের ন্যায় সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। (সংবাদ বিজ্ঞপ্তি)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button