ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলি’র মনোনয়ন পত্র জমা


বার্তা পরিবেশকঃ
কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজি নং-২৫১০) এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ব্যস্তসময় পার করছেন।গণসংযোগ, প্রচারণা জমাসহ নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণাতেই বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
আজ বুধবার (২ নভেম্বর) সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলি সওঃ তার কর্মী সমর্থক ও স্বজনদের সাথে নিয়ে বাজার কমিটির নির্বাচন কমিশনারের নিকট সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচনের দিন ঘনিয়ে আসায় নানা জল্পনা- কল্পনার অবসান শেষে কে হবেন কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেই হিসেব-নিকেশ কসছেন ব্যবসায়ীরা।
মোহাম্মদ আলী সওঃ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,সম্মানিত ভোটাররা তাকে নির্বাচিত করলে কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবসায়ীদের সুসংগঠিত করে সুন্দর বাজার ব্যবস্থাপনা,ব্যবসায়ীক বান্ধব পরিবেশ সৃষ্টি,বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা,ব্যবসায়ীদের আপদে বিপদে পাশে থাকা, বাজার কমিটির আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা,ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাসহ অধিকার প্রতিষ্ঠায় নিবেদিতভাবে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আশ্বস্ত করেছেন।