বিবিএস আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের দ্বীপরাষ্ট্র জার্সির একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ১২ জন।
বিবিসি সূত্রে জানা যায়, স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) ভোরের দিকে সেন্ট হেলিয়ারের পিয়ার রোডের অবস্থিত একটি আবাসিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সেখানে শুরু হয় উদ্ধারকাজ। এ সময় ভবনটির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করতে দেখা যায় তাদের। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানানো হয়।
জার্সির পুলিশপ্রধান রবিন স্মিথ সাংবাদিকদের বলেন, শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর পিয়ার রোডের একটি বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটে, যার ফলে তিনতলা ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে।
তিনি আরও বলেন, বিস্ফোরণের আগের রাতে গ্যাসের গন্ধ পাচ্ছেন বলে ওই এলাকায় দমকল কর্মীদের ডাকা হয়েছিলো। গ্যাস সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে বিস্ফোরণ হয়েছে কি না, তা তদন্ত করবে পুলিশ।
মৃত্যু বাড়তে পারে কি না জানতে চাইলে স্মিথ বলেন, বিস্ফোরণটি বিধ্বংসী ছিলো এবং ভবনের অবস্থা দেখে নিখোঁজদের সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করা কঠিন হবে। তবে আরও প্রাণহানি হতে পারে।
স্মিথ বলেন, আমরা প্রায় ১২ জন বাসিন্দাকে খুঁজছি, তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যাটি ওঠানামা করতে পারে, তবে আমরা সেই সংখ্যাটিই ধরে নিয়েছি।
জার্সির মুখ্যমন্ত্রী, ক্রিস্টিনা মুর, জরুরি কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ভবনের বাস্তুচ্যুত বাসিন্দাদের থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।