রাজনীতি

ভৈরবে রেল দুর্ঘটনায় প্রাণহানিতে জামায়াতে ইসলামীর শোক

কিশোরগঞ্জের ভৈরব জংশনের নিকটবর্তী জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় দুটি ট্রেনের ধাক্কায় ২৫ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিবিএস নিউজ ডেস্ক: দলের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ মঙ্গলবার এক শোক বিবৃতিতে বলেন, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জের ভৈরব জংশনের কাছে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেনের সাথে অপর একটি মালবাহী ট্রেনের মারাত্মক সংঘর্ষ হয়। সংঘর্ষে এ পর্যন্ত ২৫ জন ট্রেনযাত্রী নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন।

আমি এই অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করছি এসব স্বজনহারা পরিবার-পরিজন যেন শিগগিরই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।

তিনি বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button