ক্রিকেটখেলাধুলা

মনেই হয়নি দাদা প্রথমবার অধিনায়কত্ব করছেন

লিটনকে নিয়ে মিরাজ বললেন

বিবিএস স্পোর্টস ডেস্ক: হুট করে ভারত সিরিজের অধিনায়কত্ব পেয়েছেন লিটন। ইনজুরিতে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ছিটকে যাওয়াতেই এই গুরু দায়িত্ব কাঁধে পড়েছে। প্রথমবার দায়িত্বে পেয়ে নেতৃত্ব উপভোগও করেছেন। বোলিং পরিবর্তন থেকে শুরু করে, ফিল্ডিংয়ে দলকে উজ্জীবিত রাখার দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে দেখা গেছে। নিয়েছেন দারুণ একটি ক্যাচ। সবমিলে প্রথম পরীক্ষাতে বেশ ভালো ভাবে পাশ করেছেন। তবে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, তার মনেই হয়নি লিটন প্রথমার অধিনায়কত্ব করছেন।

ভারতকে হারানোয় খুশি আর্জেন্টাইন ফ্যানরাও

রবিবার নেতৃত্বের অভিষেক ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পেরেছেন লিটন। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ মিরাজের ব্যাটিং বীরত্বে ভারতকে ১ উইকেটে হারিয়েছে। প্রতিপক্ষকে ১৮৬ রানে আটকে রান তাড়ায় লিটন ৪১ রানের ইনিংসও খেলেছেন।

ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে লিটন-স্তুতিতে মাতেন মিরাজ, ‘দাদা তো মাশাল্লাহ ভালো অধিনায়কত্ব করেছেন। যাকে যখন আনা দরকার তাকে দিয়ে বল করিয়েছেন। সবচেয়ে বড় কথা দাদা প্রথমবার ওয়ানডেতে অধিনায়কত্ব করছেন এটা মনেই হয়নি। সকলে খুব ভালো সহযোগিতা করেছে। বোলাররাও যারা ছিল তারা সবাই সাপোর্ট করেছে, ফিল্ডাররাও করেছে। এজন্য তার কাজটা আরও সহজ হয়ে গেছে বলা যায়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button