

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি ১ আসন (রাজাপুর-কাঠালিয়া) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ত্রান সমাজকল্যাণ উপকমিটির সদস্য,বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক, গুলশান থানা যুব মহিলা লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযুদ্ধো কমান্ডার ও কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক মৃধার সুযোগ্য কন্যা আওয়ামী লীগ নেত্রী কেসোয়ারা সুলতানা।

আজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
কেসোয়ারা সুলতানা বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।