রংপুর

মহাদেবপুরে ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই, আটক ২

ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই, আটক ২

মোঃ আল আমিন হোসেন রনি,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে মামুনুর রশিদ মামুন (৩২) নামে এক ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত মামুন নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আলেফের ছেলে।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নওহাটা এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মামুন সিমেন্টের খুঁটি তৈরি করে বিক্রি করতেন। গত শনিবার মামুন খুটি বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে খুঁটি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে যায়। সেখানে কাজ শেষে গত সন্ধ্যায় ওই ট্রাকেই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে কল দিলে তা বন্ধ পায়। পরদিন তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

নওগাঁ সদর থানা পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ সকালে অভিযান চালিয়ে নওগাঁ সদর থেকে কুমুরিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে ট্রাকের চালক সুমন (২৮) ও তার সহকারী উল্লাসপুর গ্রামের ছানার ছেলে সজিবকে (১৯) আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের নওহাটা (চৌমাশিয়া) এলাকার আব্দুল জলিল কোল্ড স্টোর সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ।

পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ট্রাক চালক ও হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা মামুনকে হত্যা করে টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করে। মামুনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button