বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শনিবার (৭ ডিসেম্বের) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কালারমারছড়া বাজারে অবস্থিত আল মদিনা হোটেল এন্ড ভাতঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ৪০০০ টাকা, দুটি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না ঠাঙানোর অভিযোগে ৩০০০ ও ৫০০০ টাকা এবং জনপ্রিয় বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অভিযোগে ৩০,০০০ টাকাসহ সর্বমোট ৪২,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।https://bbsnews24.com
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, উপজেলায় নিয়মিত অভিযানে নিরাপদ খাদ্য পরিবেশন বাস্তবায়নের সরকারের পদক্ষেপের ভিত্তিতে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করি । এ অভিযান নিয়মিত চলমান থাকবে ।