মাদারীপুরে ২৫০ বেড হাসপাতাল পূর্ণাঙ্গ চালু দাবীতে গণঅনশন


রাকিব হাসান,মাদারীপুর।
মাদারীপুরে আড়াই’শ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালু করার দাবীতে প্রতীকী গণঅনশন করেছে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৪ ঘটিকা মাদারীপুর শকুনী লেকের শহীদ কানন চত্তরে হাতে ব্যানার ভেস্টুন নিয়ে দুই শতাধিক সেচ্ছাসেবকরা ঘন্টাব্যাপী গন অনশন পালন করেন।
নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ গন অনশনে যোগ দিয়ে বলেন,দীর্ঘ তিন বছর হলো এই হসপিটাল নির্মাণের হস্তান্তর কাজ এই হসপিটালটি জনবল নেই একথা বলে আর কতোদিন এভাবে রাখা হবে
তাই আমরা ঘন্টাব্যাপী গন অনশন এখানেই শেষ না যতক্ষণ পর্যন্ত হসপিটালিটি চালু না হলে আমরা এর চাইতে বড় গন অনশন করব জেলাজুড়ে। এখানে কোনোরকম সেবা দিয়েই ফরিদপুর কিংবা ঢাকা পাঠানো হয়।তখন মাঝপথে অনেক রোগীর মৃত্যু না। এই হাসপাতালটি চালু হলে সাধারণ রোগীরা উপকৃত হবে। জনস্বার্থে দ্রুত এটি চালু করা দরকার।
জানা যায় দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে একশ শয্যা থেকে আড়াইশো’ শয্যায় উন্নীত করা হয় মাদারীপুর জেলা সদর হাসপাতাল। এতে ব্যয় হয়েছে ৩০ কোটি টাকা। ২০১৯ সালের ১২ নভেম্বর গণপূর্ত অধিদপ্তর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে হাসপাতালটি। রয়েছে তিনকোটি টাকা মূল্যের সিটি স্ক্যান মেশিন। আছে ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ১০টি কার্ডিয়াক মনিটর, আধুনিক জেনারেটরসহ কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। এসব থাকার পরেও হাসপাতালটি চালু না হওয়ায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো জেলার সচেতন মহল ও স্বেচ্ছাসেবীরা।
এসময় গণ অনশন কর্মসূচীতে অংশ নিয়ে জুবায়ের জাহিদ নামের এক স্বেচ্ছাসেবী বলেন, চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। কিন্তু সেই মৌলিক অধিকার থেকে আমরা মাদারীপুর জেলাবাসী বঞ্চিত। আমাদের আড়াইশো শয্যার হাসপাতালের ভবন থাকলেও সেটি চালু না হওয়ায় একশো শয্যার ভবনে নামমাত্র চিকিৎসা দিয়ে গুরুতর রোগীদের পাঠানো হয় বিভিন্ন মেডিকেলে কলেজে। ফলে মাঝপথেই অনেক রোগীর মৃত্যু হয়। আমরা জেলা বাসী এ থেকে মুক্তি চাই।
নিরাপদ চিকিৎসা চাই আন্দোলন, মাদারীপুর শাখার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ বলেন, একশ শয্যা থেকে আড়াইশো শয্যার ভবনটি হয়েছে আজ ৪ বছর। তবুও এটি চালু হচ্ছে না। আমরা বার বার ধর্ণা দিয়েছে সংশ্লিষ্ট মহলে, আমরা মানববন্ধন করেছি, গণ স্বাক্ষর করেছি, সংবাদ সম্মেলন করেছি তবুও অজানা কারনে এখনো হাসপাতালটি চালু হচ্ছে না। আমরা দ্রুত এটি চালুর দাবী জানাই।
দুই ঘন্টাব্যাপী চলা এই প্রতীকী গণঅনশনে ২৫টি সামাজিক সংগঠন এতে অংশ নেয়। তারা অবিলম্বে আড়াই’শ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবী জানান। দুরন্ত মাদারীপুর, পাশে আছি মাদারীপুর, ধ্রবতারা সোশ্যাল সোসাইটি, অদম্য মাদারীপুর, স্বপ্নের সবুজ বাংলাদেশ, মানব কল্যাণ সংগঠন , মানবিক রক্ত ব্যাংক, সবুজ বাংলাদেশ, উত্তর চিড়াইপাড়া যুব সংঘ, পাকদী নবীন যুব সংঘ, প্রবাসী কল্যাণ সোসাইটি, তারুণ্যের প্রভাত
কালের কণ্ঠ পাঠক সমাবেশ, নকশি কাঁথা , সহ মাদারীপুরের উল্লেখযোগ্য সামাজিক সংগঠন ও বিশিষ্ট নাগরিক গণ অংশগ্রহণ করেন।পরিশেষে বক্তারা একই দাবি করেন অতি দ্রুত যে ২৫০ বেড হাসপাতাল চালুর কথা।