মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া: সাংস্কৃতিক অনুষ্ঠান
মীরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।


নিজস্ব প্রতিনিধি: বুধবার (১মার্চ) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে বড়তাকিয়া যাহেদিয়া কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে মাদ্রাসা শিক্ষক একরামুল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর হক জুনু, মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন, ইউপি সদস্য গোপাল চন্দ্র নাথ, মাদ্রাসা নূরানী বিভাগের প্রধান মাওলানা সিরাজুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক জাহেদুল আলম, মাওলানা হায়দার আলী, জহিরুল ইসলাম হেফ্জ ও এতিম খানার বিভাগীয় অভিভাবগ সদস্য ফরিদ উদ্দিন, হাবিব উল্লাহ ভূঁইয়া, মহিসিন, রবিউল হোসেন, নুর উদ্দিন, মোহাম্মদ শিপন সহ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সুপার
মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন । মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এবারও দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা শিক্ষার্থীরা ,দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ,মুরগির লডাই, চকলেট খেলা আবৃত্তি, ১০৯ টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী কাল বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হবে।