মেধাবী ছাত্র অংকুর দাশের পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান শুক্রবার
সাংবাদিক সংসদ কক্সবাজার ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের জৈষ্ঠ্য সন্তান অংকুর দাশের পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক সংসদ কক্সবাজার ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের জৈষ্ঠ্য সন্তান অংকুর দাশের পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।
দিনব্যাপি নানা মাঙ্গলিক আয়োজনের মধ্যে দিয়ে এই ক্রিয়ানুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানমালা তথা আয়োজনের মধ্যে রয়েছে-কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ বৌদ্ধ মন্দির সড়ক জাদিরাম পাহাড়ের বাসভবনে
পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান, গীতাপাঠ, সৎসঙ্গ অধিবেশন, হরিনাম সংকীর্তন পরিবেশন। এছাড়া শনিবার দুপুরে শাকান্ন ভোজ।
উক্ত অনুষ্ঠানের প্রতিটি পর্বে উপস্থিত হয়ে অংকুর দাশের আত্মার শান্তি কামনা করার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা বলরাম দাশ অনুপম ও মাতা সুমা দাশ। অংকুর দাশ কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। গত ২ নভেম্বর সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যান গীতাপ্রাণ অংকুর দাশ৷