যশোরের শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এক পরিক্ষার্থীর মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পরিক্ষার্থীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নাহিদ (২১) নামে এক পরিক্ষার্থী নিহত হয়েছে।এতে আহত হয়েছে তুষার (২০) নামে অপর এক পরিক্ষার্থী ।
বৃহস্প্রতিবার (৩১আগষ্ট) সকালে শার্শা টু কাশিপুর সড়কের তেবাড়ীয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাহিদ উপজেলার বেলতা গ্রামের গোলাম রব্বানির ছেলে ও আহত তুষার পাকশিয়া গ্রামের বিপুল মিয়ার ছেলে।তারা দুজনই এইসএসসি পরিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শিরা জানান, মোটরসাইকেলে করে নাহিদ ও তুষার দুই বন্ধু এইচ এস সি পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়।পথিমধ্যে শার্শা টু কাশিপুর সড়কের তেবাড়িয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে।পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নাহিদকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তুষারের অবস্থার অবউন্নতি হলে তাকে যশোর রেফার্ড করেন ।
অপরদিকে আহত তুষার বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, আমি যশোর একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে কিছু জানিনা।