খেলাধুলা

মোবাইল গেম ছেড়ে মাঠমুখি করতে বেনাপোল ক্রিকেট টুর্নামেন্টের অয়োজন

মোবাইল গেম ছেড়ে মাঠমুখি করতে বেনাপোল ক্রিকেট টুর্নামেন্টের অয়োজন

বিশেষ প্রতিনিধি : “এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের আয়োজনে দ্বিতীয় পর্যায়ে শিশুদের ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬মে) বিকাল ৪টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশন মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মোবাইল গেম ছেড়ে শিশুদের মাঠমুখি করতে সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি সকল সদস্যদের সমন্বয়ে অভিনব এই খেলার আয়োজন করে।

দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত এই ক্রীকেট টুর্ণামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো গাজিপুর ক্রীকেট একাদশ ও ভবারবেড় ক্রীকেট একাদশ।

খেলায় গাজিপুর ক্রীকেট একাদশ ভবারবেড় ক্রীকেট একাদশকে পরাজিত করে জয়ী হয়।

১০ ওভারের ক্রিকেট টুর্ণামেন্টের খেলা শেষে বিজয়ী দলকে চাম্পিয়ন ট্রফি সহ প্রতিটি খেলোয়াড়কে মেডেল পুরস্কৃত করেন আয়োজকরা।

আনলিমিটেড চলতে থাকা এই ক্রীকেট টুর্ণামেন্ট খেলা বেনাপোলের (সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক) প্রতিষ্ঠান ডাবলু এন্ড ডাবলু বিডি এন্টারপ্রাইজ এর
সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে।

সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি আয়ুব হোসেন পক্ষীর সভাপতিত্বে এসময় খেলায় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামাল হোসেন ভূঁইয়া, প্রেসক্লাবের সহ: সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক রানা আহম্মেদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. এবিএস রনি, সদস্য সংগ্রাম, রায়হান, মাসুদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button