

বিবিএস নিউজ ডেস্ক: শনিবার সেরে ফেললেন আনুষ্ঠানিকতা। মিরপুরের সিসিডিএম কার্যালয়ে সশরীরে এসে মোহামেডানের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক।
আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে এবারের প্রিমিয়ার লিগ। এর আগেই শেষ হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে এই টুর্নামেন্টের শেষ দিকে হয়তো দেখা যেতে পারে সাকিবকে।
গতবার সাকিব মোহামেডানের হয়ে নাম লেখান। কিন্তু জাতীয় দল ও ব্যক্তিগত ব্যস্ততা শেষে যখন ফেরেন, ততদিনে বাদ পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত তারা বাঁহাতি অলরাউন্ডারকে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য ছেড়ে দেন।
এবারের প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব চলবে ঈদ উল ফিতরের আগ পর্যন্ত। বিরতির পর শুরু হবে সুপার লিগ পর্ব।
শনিবার দুপুরে চট্টগ্রামে উড়াল দেবে বাংলাদেশ দল। ৬ মার্চ সেখানে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলে ঢাকায় ফিরবে দুই দল।