মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
সোমবার (১১নভেম্বর) বিকালে জামায়াতে ইসলামী (যুব বিভাগ) গোগা শাখার উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের গোগা ইউনিয়ন শাখার আমির মাও. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে আবদুল আলীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।
এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কার ও বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ তাই তাদের সঠিক পথে চলার দিক নির্দেশনা দেন। মাদকের থাবা হতে যুবকদের রক্ষা করতে তিনি সকলকে আহ্বান জানান। যুব সমাজকে অন্যায় অপরাধ থেকে বাঁচতে সালাত আদায় করার তাগিদ দেন ও দ্বীন ইসলামের পথে চলার দিক নির্দেশনা বক্তব্যে তুলে ধরেন। এছাড়াও ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও যশোর জেলা পশ্চিম শাখার আমির মাও. হাবিবুর রহমান ও শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান।