মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরে জামায়াত নেতা শহীদ আমিরুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (৭ নভেম্বর)বিকালে শার্শা উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল নাভারন রেল বাজার বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় পার হয়ে সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ করেন।
যশোর জেলা মজলিসের সুরা সদস্য ও শার্শা উপজেলা সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান,
শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিম শাখার আমির মাও. হাবিবুর রহমান।
এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মিজানুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাও. নূর মোহাম্মদ জিহাদী, শার্শা সদর ইউনিয়ন জামায়াতের আমির হাসান আহমদ , ইসলামী ছাত্রশিবির শার্শা উপজেলার সভাপতি আবুজার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ বক্তারা অবিলম্বে শহীদ আমিরুল ইসলাম সজলের হত্যাকারীদের কে আটক করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।