যশোর জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা


যশোর জেলা প্রতিনিধি: গতকাল রোববার সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, জেলা আনসার কমান্ডার সঞ্জয় কুমার সাহা সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভায় মাদক ও চোরাচালান রোধ, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ও আত্মহত্যা প্রতিরোধে করণীয়সহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনীকে আরও তৎপর থাকার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ সকলকে তৎপর থাকার বিষয়ে আলোকপাত করেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সমন্বয়ে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়