জেলার খবর

যশোর বিএনপির সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

বিএনপির সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

যশোর শহরের ঘোপ জেল রোড বাইলেনে সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের বাড়ির সামনে ১৫/২০টি বোমার বিস্ফোরণ ঘটেছে। এসময় বোমার আঘাতে এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে কেউ আহত না হলেও গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত উদ্ধার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ৭/৮টি মোটরসাইকেলযোগে মুখোশধারী একদল দুর্বৃত্ত বিএনপির সাবেকমন্ত্রী তরিকুল ইসলাম ও বিএনপির কেন্দ্রিয় নেতা অন্দিদ্য ইসলাম অমিতের বাড়ির গেটের সামনে মুর্হুমুহু বোমার বিস্ফোরণ ঘটায়। দুর্বৃত্তরা ওইস্থানে একটানা ১৫/২০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে জেল রোড, সেন্ট্রাল রোড ও জনতা হসপিটালের সামনে দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এতে কেউ আহত না হলেও এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ও বোমার শব্দে গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত উদ্ধার করে।

বোমার বিকট শব্দ শুনে শহরের রেলগেট, পুরাতন কসবা, বেজপাড়াসহ বিভিন্ন এলাকার মানুষ পত্রিকার অফিস দপ্তরে ফোন করেন ও ঘটনার সত্যতা জানতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button