যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের শাহ্ নেওয়াজ চৌধুরী’র নেতৃত্বে প্রস্তুতি সভা


নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক শাহ নেওয়াজ চৌধুরী’র নেতৃত্বে ঘুমধুমে প্রস্তুতি সভা সম্পন্ন।
বুধবার(২৬ অক্টোবর) ঘুমধুম ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল আবছারের সভাপতিত্বে সদস্য সচিব মিজানুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক তরুন সমাজ সেবক শাহ নেওয়াজ চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জাহেদ আলম(১), জাহেদ আলম(২)যুবদল নেতা গোলাম আকবর, শফিকুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ লতিফ, সাহাব উদ্দিন, আমিন, ছাত্রদল নেতা আলম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ছাত্রদল নেতা শাহ নেওয়াজ চৌধুরী বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে শীঘ্রই বীরের বেশে ফিরে আসবেন এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও তৃণমূল পর্যায়ে বিএনপির যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই গণজাগরণ কে গণআন্দোলনে রূপ দিতে হবে।