যুবলীগের আয়োজনে সাভারে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন
যুবলীগের আয়োজনে সাভারে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন


গোলাম সারওয়ার সজলঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার থানা যুবলীগের নেতা আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে আগস্ট বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে সাভার থানা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির আহম্মদের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব ডাক্তার এনামুর রহমান এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তথা সাভার উপজেলা পরিষদের চেয়াম্যান জনাব মনজুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান, ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি তথা সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাবা ইয়াসমিন চৌধুরী সুমি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান,সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্লা, সাভার থানা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজি,বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল , যুবলীগ নেতা রাজু আহমেদ শ্যামল, যুবলীগ নেতা কামরুজ্জামান জুয়েল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম তুহিন, যুবলীগ নেতা খন্দকার রাশেদুল ইসলাম রাসেল, যুবলীগ নেতা মেহেদী হাসান, যুবলীগ নেতা রায়হান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।