রাজশাহী

রাজশাহী রেঞ্জের ডিআইজি ও র্র্যাব ৫ এর সিও’র সাথে জাতীয় সাংবাদিক সংস্থার সৌজন্যে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম-পিপিএম (বার) এবং র্র্যাব, ৫ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার পিএসসি জি এর সাথে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয় কনফারেন্স রুমে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সাংবাদিকরা ডিআইজির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় ডিআইজি আব্দুল বাতেন বিপিএম-পিপিএম (বার) সাংবাদিকদের পেশাগত কাজের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কেউ যাতে সাংবাদিকদের অযথা হয়রানি ও নির্যাতন না করতে পারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সেই সাথে নিবন্ধনবিহীন ভুঁই ফোড় অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ খুলে সামাজিক মাধ্যমে যাতে ভুয়া সংবাদ প্রচার করে বিভ্রান্ত না ছড়াতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আরও বলেন, যে কোন ব্যক্তি দলমত নির্বিশেষে পুলিশী সেবা পাবেন। কোনো ব্যক্তি বিশেষ নয়, অপরাধ দেখেই আইনগত সেবা দিবেন পুলিশ। মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

পরে শহরের মোল্লাপাড়া-হড়গ্রাম র্র্যাব ৫ এর সদর দপ্তরে উপস্থিত হয়ে কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার পিএসসি এর কার্যালয়ে তার সাথে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিক হয়রানি সহ বিভিন্ন বিষয়াদী নিয়ে কথা বলেন।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নুরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, সহ সাধারণ সম্পাদক পায়েল হোসেন রেন্টু, সহ মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা হ্যাপি, দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী, জেলা কমিটির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক নাঈম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button