রাজস্থলীতে জাতীয় ভোটার দিবস পালিত
"এ স্লোগান মধ্যে দিয়ে ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি রাজস্থলীতে পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস পালন।


রাঙ্গামাটি প্রতিনিধি: উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২ মার্চ) সকালে রাজস্থলী উপজেলা পরিষদ সামনে এক র্যালীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
র্যালীতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান, উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, শিক্ষা অফিসার মোঃ তাজেরুল ইসলাম ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা সঠিক সময়ে সকলকে ভোটার হওয়ার পাশাপাশি জরুরী কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের জন্য আহবান জানানো হয়।
উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভোটার হওয়া যতটা প্রয়োজন তার ছেয়ে ও বেশী প্রয়োজন হচ্ছে সঠিক তথ্য প্রদান করা।
এবং ভোটার হওয়ার সময় সঠিক তথ্য প্রদান করা প্রতিটি ব্যক্তির দেশের সুনাগরিক হিসাবে নৈতিক দায়িত্ব ও কর্তব্য পালনীয় ।