রাজহাঁস চুরির অভিযোগ ইউসুফ এর বিরুদ্ধে


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নে রাজহাঁস চুরির অভিযোগ উঠেছে মোঃ ইউসুফ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে ।
অভিযুক্ত ইউসুফ রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাহাদ আলি হাজী বাড়ির মৃত নূরুজ্জামান এর ছেলে ইউসুফ হোসেন।
হাঁস মালিক একই বাড়ির মোঃ হাবিব উল্লাহর ছেলে মোঃ জসিম হোসেন ।
হাঁস এর মালিক মোঃ জসিম হোসেন জানান, আমি শখ করে ৬ টি রাজহাঁস পালি । হাঁস গুলো অনেক বড় হয়েছিল এক একটি রাজহাঁস ৮/১০ কেজি ওজনের । আমার মা প্রতি দিনের মতো মঙ্গলবারে সকালে রাজহাঁস গুলো ছেড়ে দেন । হাঁস গুলো প্রতি দিন কয়েক বার আসে আঁধার খেতে । কিন্তু মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া পর থেকে আর না আসাতে দুপুর থেকে খোঁজা শুরু করি । কোথাও না পেরে মসজিদের মাইকেও মাইকিং করেছি । কিন্তু কোন খোঁজ খবর পাইনি । পরে বাড়ির এক মহিলা ইউসুফ কে বস্তায় করে কি যেনো নিতে দেখেছে আমাকে বলে । আমি ইউসুফ কে জিজ্ঞেস করলে সে অস্বীকার করেন। কিন্তু আমার কাছে তার কথা সন্দেহ জনক হলে আমি লোক জন নিয়ে তার ঘর চেক করে হাঁস গুলো দেখি , হাঁস গুলো জবাই করে দুই টা প্লাস্টিকের বস্তা ভিতরে ভরে , নতুন কম্বল মুড়িয়ে আলমারির ভিতর রেখে দিয়েছে । আমি সেখান থেকে হাঁস গুলো উদ্ধার করি এরই মাঝে ইউসুফ পালিয়ে যায়। ইউসুফ এখন কোথায় আছে আমি জানি না কিন্তু সে আমাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে আমি যেনো এই বিষয়ে কোন কিছু না করি আইনগত ব্যবস্থা না নেই । আইন গত ব্যবস্থা নিলে আমাকে অনেক হয়রানি করবে প্রশাসনের তার অনেক লোকজন রয়েছে পরিচিত তাদের নাম ব্যবহার করে বিভিন্ন ভাবে হয়রানি করার হুমকি দেয়।
অভিযোগ করে বাড়ীর লোক জন বলেন ইউসুফ এক জন প্রবাসী সে দুই এক বছর পর পর দেশে আসে এসেই পাগলামি সুরু করে। তার হাতে সব সময় দেশি অস্ত্র নিয়ে গুরে। রাত দিন সব সময় তার হাতে দা , সেনি, রাখসা যে কোন একটা না একটা কিছু থাকবেই । কখন কার উপরে হামলা করে বলা যায় না। তার ভয়ে আঁতকে থাকি সবাই ।
অভিযোগ রয়েছে স্থানীয় কিছু প্রভাব শালী ব্যক্তি দের কে মেনেজ করেই সে করছে এই সব সন্ত্রাসী কার্যক্রম ।
এলাকা বাসীর দাবি এই ইউসুফ কে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।
অভিযুক্ত ইউসুফ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।