রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধে বিল্ডিং এর দেয়াল ভাঙার অভিযোগ
জমি সংক্রান্ত বিরোধে বিল্ডিং এর দেয়াল ভাঙার অভিযোগ


কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিল্ডিং এর দেয়াল ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা।
সোমবার (১মে) উপজেলার পুটিয়াখালী মীরের হাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে একই বাড়ির মোঃ শহিদ আকনের সাথে মোঃ আলী আহাম্মদ ও শিমু আক্তারদের বিরোধ চলছে। এই বিরোধের জেরে শহিদ আকন বিল্ডিংয়ের দেয়াল ভেঙে ফেলেছে।
শিমু আক্তার অভিযোগ করে জানান, প্রতিপক্ষ মোঃ শহিদ আকনের সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলচ্ছে। বিরোধিও জমি আমদের ক্রয়কৃত সম্পতি। আমদের ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক ভাবে দখল করার পায়তারা করছে প্রতিপক্ষ একই বাড়ির মোঃ শহিদ আকন। ১মে বিকালে আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে টিনসেট বিল্ডিং ঘরের চার পাশের দেওয়াল ভেঙে ফেলে, কেন ভেঙে ফেলেছে আমি জিজ্ঞেস করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করার চেষ্টা করে এবং বিভিন্ন রকম ভয়ভীতি সহ হুমকি প্রদান করে। আরো বলেন, প্রতিপক্ষ মোঃ শহিদ আকন আমাদের যখনি দেখে তখনি গালিগালাজ শুরু করে ও খারাপ অঙ্গবঙ্গী দেখায় ও কুপ্রস্তাব দেয়।
মোঃ আলী আহাম্মদ জানান, আমাদের ক্রয়কৃত জমিতে বিল্ডিং ভেঙে ফেলেছে প্রতিপক্ষ শহিদ আকন। আমাদের ক্রয়কৃত জমিতে যেতে দেয় না, আমাদের দেখলে গালিগালাজ করে।
এবিষয়ে মোঃ শহিদ আকনের কাছে জানতে চাইলে সে বলেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। বিল্ডিং সে ভাঙ্গে নাই। গাছ পরে বিল্ডিং ভেঙে গেছে।
রাজাপুর থানার এস আই রফিক বলেন, এই বিষয়ে মোঃ শহিদ আকনকে বিবাদী করে রাজাপুর থানায় শিমু আক্তার অভিযোগ করেছেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।