সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামের হাওলাদার বাড়ির মুক্তিযোদ্ধা মৃত্যু নুরুল হক হাওলাদারের ছেলে মোঃ আজিজুল হক আসলামের বাগানবাড়ির সীমানার বেড়া ও গাছ কেটে ফেলার অভিযোগ প্রতিপক্ষদের বিরুদ্ধে।
রবিবার বিকালে এ ঘটনা ঘটে। এবিষয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মোঃ আজিজুল হক আসলামের স্ত্রী মোসাঃ রিনা বেগম। অভিযোগ করে মোসাঃ রিনা বেগম জানান, আমার বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় প্রতিপক্ষ মোঃ মনিরুজ্জামান মনির পরিকল্পিত ভাবে লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে আমার শ্বশুরের বাগান বাড়ির সীমানার বেড়া কাটিয়া জমির দখল নেওয়ার চেষ্টা চালায় তখন আমাদের একই বাড়ির চাচা মোঃ ফারুক হাওলাদারকে প্রতিপক্ষ ডাক দিয়ে বলে ঐ জমি আমার তিন চার দিনের মধ্যে জমিতে ঘর উত্তোলন করবো। মোঃ ফারুক আমাকে জানালে আমি বাগানবাড়িতে গিয়ে দেখি সীমানার বেড়া ও অনেক গুলো গাছ কাটা।
এবিষয়ে রাজাপুর থানার ডিউটি অফিসার এস আই জসিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।