রামগঞ্জে আল আরাফাহ পরিবহনসহ ৪ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা
৪ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আল আরাফাহ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও ২টি মুদি দোকানে
৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার(২৯মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের সার্বিক তত্ত্ববধানে পৌর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
এ সময় সড়ক আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে আল আরাফাহ পরিবহনে ৫০ হাজার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ হাজার ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর মূল্য তালিকাসহ বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ২টি মুদি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার সহকারি পরিচালক নুর হোসেন, রামগঞ্জ থানার এস আই ময়নাল হোসেনসহ পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন জানান, সড়ক আইন২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মামলায় আল আরাফাহ পরিবহনের ৫০ হাজার ও তিন প্রতিষ্ঠানের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে এ অভিযান চলমান থাকবে।