রামগঞ্জে বিএনপি- জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা


আরিফ হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও দেশ ব্যাপি বিএনপি- জামায়াতের নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও অবৈধ অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৪ টায় রামগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয়ে পুরো রামগঞ্জ শহর ঘুরে পৌরসভার সামনে এসে আলোচনা ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়।
এসময় প্রতিবাদ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, পৌর আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আবদুল হান্নান বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মামুন, মোজাম্মেল, মাহবুবুর রহমান টিটু, পৌর যুবলীগের যুগ্ম- আহবায়ক শাখাওয়াত হোসেন রাজু, উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মাসুম, কাজী মাসুদ রানা, আবদুর রাজ্জাক, মমিন মুন্সি, মাসুদ আটিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চৌকিয়া, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলী মর্তুজা বাবু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহীদ চৌকিয়াসহ, পৌর সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন, উপজেলা শ্রমীকলীগের সদস্য সচিব মোঃ হারুনুর রশীদ, পৌর শ্রমীকলীগের সদস্য সচিব নুর নবী, যুবলীগ নেতা রিপন, রুবেলসহ প্রায় ২ হাজার নেতাকর্মী।