চট্টগ্রাম

রামগঞ্জ সরকারি হাসপাতালে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান!

ভুক্তভোগী রোগীর দুদক হটলাইন ১০৬ এ কলের পরিপ্রেক্ষিতে দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুরের রামগঞ্জ সরকারি হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে দুদকের অভিযান পরিচালিত হয়।

ভুক্তভোগী রোগীর দুদক হটলাইন ১০৬ এ কলের পরিপ্রেক্ষিতে দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

রামগঞ্জ সরকারি হাসপাতালে দালালের ব্যাপক দৌরাত্ম্য, ডাক্তারদের ইচ্ছাকৃতভাবে প্রাইভেট মেডিকেলে রোগী পাঠানো, সরকারি অর্থের অপব্যবহার করে এম্বুলেন্স পরিত্যক্ত করা, অফিস চলাকালীন প্রাইভেট চেম্বার, সরকারি হাসপাতালের ৫০ গজের মধ্যে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক এবং জনাব ডা. গুনময় পোদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রামগঞ্জ, লক্ষীপুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে অদ্য ০৬ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ সোমবার দুর্নীতি দমন কমিশন, চাঁদপুর সজেকা থেকে এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যাক্তি ছুটিতে থাকায় অভিযান পরিচালনাকালে দুদক টিম আবাসিক মেডিকেল অফিসারের সাথে কথা বলে যাবতীয় ডকুমেন্টস সংগ্রহ করেন এবং রেকর্ডপত্র পর্যালোচনা করে বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হওয়ার সত্যতা পাওতা যায়।

সাধারণ জনগণ যাতে তাদের প্রাপ্য সেবা বঞ্চিত না হন এ ব্যাপারে দুদক টিম নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য দুদক টিম প্রয়োজনীয় নথিপত্র কমিশন বরাবর প্রেরণ করবে বলে জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button