জেলার খবর

রামু নাইক্ষ্যংছড়ি কক্সবাজারের ৯৩ বন্ধু আড্ডা সম্পন্ন

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি থেকে ৫ নভেম্বর ২২ ইং

৯৩ বন্ধুদের বন্ধন হৃদয়ের স্পন্দন এ শ্লোগানে রামুতে অনুষ্ঠিত হলো ৯৩ বন্ধু আড্ডা ও বন্ধুদের এক মিলন মেলা। ৫ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে রশিদ নগরে সদ্য নির্মিত স্বপ্নের তৈরি সংলগ্ন মাঠে এই আড্ডা ও মিলনমেলা সম্পন্ন হয়। এ আড্ডায় ছিল দুপুর দেড় ঘটিকায় দেশীয় গরু ও দেশীয় মুরগির মাংসে মেজবান, বিকাল ৩ টায় বন্ধু আড্ডা ও সাড়ে ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। কক্সবাজার – বান্দরবান জেলার বন্ধুদের নিয়ে এই আড্ডায় অংশ নেন, কক্সবাজার, রামু,উখিয়া, টেকনাফ, নাইক্ষ্যংছড়ি,চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া,ঈদগাহ, ও লামা সহ ১১ টি উপজেলার ১৯৯৩ সালে এসএসসি বন্দুরা অংশগ্রহণ করে। এই আড্ডার আয়োজক, সম্রাট, হুমায়ন, রাশেদ ও শহিদুল্লাহ জানান, আমাদের আনেক বন্ধু ওসি,ডিসি সহ কক্সবাজার জেলায় অনেকে জন প্রতিনিধি আছেন। আমরা সকলের সাথে প্রতি বৎসর এই মিলন মেলার আয়োজন কর। যেন পুরুনো দিনের স্মৃতি গুলো ধরে রাখার এবং একে অপর বন্ধুর আন্তরিকতা ও বন্ধুত্ব অটুট রাখার চেষ্টা করি। রামুর ফতেয়ারকুলের ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভোট্টু বলেন, বিগত বৎসর করোনার কারনে আমাদের বন্ধু আড্ডা বন্ধ ছিল। তাই এই বৎসর সকল বন্ধুদের পেয়ে আমাদের আনন্দ সকল বন্ধুর মাঝে ভাগাভাগি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button