

বিবিএস স্পোর্টস ডেস্ক: এমনকি হারতেও বসেছিল তার দল আল নাসর। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-১ গোলে জিতেছে সৌদি প্রো লিগের ক্লাব।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আল বাতিন ১৭ মিনিটে চমকে দেয় আল নাসরকে। মরসুল পার্কে ঘরের মাঠে পিছিয়ে পড়ে রোনালদোর দল। রেঞ্জো লোপেজের গোল এগিয়ে দেয় আল বাতিনকে।
নির্ধারিত সময় পর্যন্ত আর গোল শোধ দিতে পারেনি আল নাসর। এদিকে একাধিক সুযোগ নষ্ট করে হতাশায় নুয়ে পড়েন রোনালদো। তবে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে ১২ মিনিটের মধ্যে তিন গোল করে আল নাসর বিজয়ের হাসি হাসে।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে ঢুকে ১-১ করেন আব্দুলরহমান ঘারিব। মোহাম্মদ আল ফাতিলের জোরালো নিচু শট কোনা দিয়ে ঢুকে ২-১ করে ইনজুরি টাইমের ১২ মিনিটে। দুই মিনিট পর মোহাম্মদ মারান দলের তৃতীয় গোল করেন।
এই জয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আল ইত্তিহাদ।