রোয়াংছড়িতে সমাজসেবা অধিদপ্তরের ৮০টি পরিবারের ফ্যামিলি কিটস বিতরণ
সমাজসেবা অধিদপ্তরের ৮০টি পরিবারের ফ্যামিলি কিটস বিতরণ


হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে ইউনিসেফ বাংলাদেশ অর্থায়নে ও রোয়াংছড়ি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের ৮০টি পরিবারের ফামিলি কিটস বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩) দুপুর ১২ টায় রোয়াংছড়ি উপজেলা সমাজসেবা কাযার্লয়ের বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০টি শিশু ও তাদের পরিবারের মাঝে ফ্যামিলি কিটস এর মধ্যে উল্লেখ যোগ্য উপকরণ গুলো হলো- বিভিন্ন সাইজের কম্বল, মশারি, তোয়ালে , বিভিন্ন রকমের সাবান, টুটব্রাস, টুটপেস্ট, সোলার টচ লাইট ,ওয়াটার প্রুফ ফ্যামিলি ব্যাগসহ ইত্যাদি বিতরণ করেন।
এ সময়ের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রোয়াংছড়ির সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, ইউনিসেফ বাংলাদেশ চাইল্ড প্রটেকশন অফিসার মো: আবুল খায়ের, সোশ্যাল ওয়েলফেয়ার কনসালটেন্ট মো: সাজ্জাদুল ইসলাম, সমাজসেবা কাযার্লয়ের ইউনিয়ন সমাজকর্মী লিলিপ্রু চৌধুরী, ক্যশৈমং মারমা, স্থানীয় গণমাধ্যম কর্মী হ্লাছোহ্রী মারমা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণ অনুষ্ঠানে শিশুর মা জয়ন্তি তঞ্চঙ্গ্যা বলেন ফ্যামিলি কিটস পেয়ে ইউনিসেফ এবং সমাজসেবা অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো চাইল্ড প্রটেকশন অফিসার মো আবুল খায়ের বলেন সমাজসেবা অধিদপ্তরের অন্তর্ভুক্ত ৮০টি ক্ষতিগ্রস্ত শিশু পরিবারগুলোর মাঝে ফ্যামিলি কিটস বিতরণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন।