

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা স্বপ্নের দীর্ঘবছর পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম এর অনুমোদন দিয়ে রোয়াংছড়ি কলেজ-২৯৬ এর প্রথমবারের মত এইচএসসি পরীক্ষা ২০২৩ এর অংশগ্রহণ করেছেন ১৩২ জন শিক্ষার্থী।
রবিবার (২৭ আগষ্ট) সকাল ১০ টায় রোয়াংছড়ি কলেজের এইচএসসি পরীক্ষা ২০২৩ এর নিয়মিত শিক্ষার্থী ১১৩ জন, মানবিক বিভাগে ৯৮জন, ছাত্র৪৫ জন, ছাত্রী ৫৩জন, ব্যবসায় শিক্ষা ১৫ জন, ছাত্র ১১ জন, ছাত্রী ৪জন, অনিয়মিত মানবিক বিভাগে শিক্ষার্থী ১৯জন, ছাত্র ৮জন, ছাত্রী ১১ জন মোট শিক্ষার্থী ছিলো ১৩২ জন।
রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং বলেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর প্রচেষ্টায় রোয়াংছড়ি কলেজ ২৯৬ এর এইচএসসি পরীক্ষা কেন্দ্র পেয়েছেন। নিজের কলেজের চট্টগ্রাম শিক্ষাবোর্ড অধীনে পরীক্ষা কেন্দ্র পেয়ে সন্তুষ্ট হয়েছে বলে জানান। কলেজের এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ১৩২ জন পরীক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করবেন।
রোয়াংছড়ি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ সরকারে ক্ষমতার আমলে সকল প্রচেষ্টায় নতুন এইচএসসি পরীক্ষা কেন্দ্র পেয়েছেন এখন কলেজ জাতীয়করনে বাকি আছে। আগামীতে এ সরকার থাকলে সকল কাজে সাফল্য হবে জানান।