রোয়াংছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা


রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: সারা দেশের ন্যায় কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে থানা পুলিশের কর্তৃক আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) রোয়াংছড়িউ পজেলা রেড ক্রিসেন লিডার উমংনু মারমা সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মিজানু রহমান, এসআই জীবন চৌধুরী,আলেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি’র সভাপতি দেবেন্দ্র তঞ্চঙ্গ্যা,উপজেলা যুবলীগের সভাপতি পুরুকান্তি তঞ্চঙ্গ্যা, ভাবন জয় তঞ্চঙ্গ্যা প্রমুখ। প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা বক্তব্যে বলেন এলাকায় সাধারণে জনগণের মাঝে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার লক্ষে সারাদেশ ব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের সুবিধার্থে পুলিশের সাথে সম্পর্ক ও সম্পৃক্ততা বজায় রাখতে কমিউনিটি পুলিশিং ডে পালন করে যাচ্ছে। এছাড়া কমিউনিটি পুলিশিং কমিটি’র সদস্য ও মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।