লক্ষ্মীপুরে গলায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা


মোঃ আরিফ হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে শোয়ার ঘর থেকে বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর শাকচর গ্রামের ছোঁয়া মিঝি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহতরা হলেন আবু ছিদ্দিক (৭৫) এবং তার স্ত্রীর আতেরুর নেছা (৬৫)। নিহতদের ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
জানা গেছে, ওই দম্পতির ঘর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসায় স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবগত করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে ঘরের তালা ভেঙে অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুব দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছি। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কে বা কারা তাদের হত্যা করেছে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেননি। বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারছেন না নিহতদের স্বজন থেকে শুরু করে প্রতিবেশিরাও।
এসপি মাহফুজ্জামান আশরাফ বলেন, পারিবারিক দ্বন্দ্ব, ডাকাতি নাকি সম্পত্তির জেরে তাদের খুন করা হয়েছে তা তদন্ত শেষ হওয়ার আগে বলা যাবে না। তদন্তের পর এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।