চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বান্ধবীর বাবার ছুরির আঘাতে তামিম হাসপাতালে

বান্ধবীর বাবার ছুরির আঘাতে তামিম হাসপাতালে।

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে একটি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে মো. তামিম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কোপানোর অভিযোগ উঠেছে। রোববার (৭ মে) দুপুর ২টার দিকে শহরের পিটিআই মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী তামিম অভিযোগ করেছেন, তার বান্ধবী সাইমা চৌধুরীর বাবা শেখ ফরিদ তাকে কুপিয়েছেন। ঘটনার পর থেকেই শেখ ফরিদ আত্মগোপনে রয়েছেন।

আহত তামিম লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের মজুপুর এলাকার নুরনবী শামিমের ছেলে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। সাইমা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

অভিযুক্ত শেখ ফরিদ রামগতি উপজেলার বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শহরের মোবারক কলোনী এলাকা ভাড়া থাকেন।

আহত তামিম ও তার বন্ধুরা জানায়, সাইমার সঙ্গে তামিমের ভালো সম্পর্ক রয়েছে। ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে দুজন রেস্টুরেন্টে খেতে যায়। এ সময় হঠাৎ সাইমার বাবা রেস্টুরেন্টে ঢুকে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ফরিদ ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

শহরের সমসেরাবাদ এলাকার মোবারক কলোনী বাবুল মিয়ার ভাড়া বাসায় গিয়ে শেখ ফরিদকে পাওয়া যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। বাসায় খোঁজ করে অভিযুক্তকে পাওয়া যায়নি। হাসপাতালে গিয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত ছাত্রসহ অন্যদের সঙ্গে কথা বলেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button