লক্ষ্মীপুরে মোটরসাইকেল আরোহী নিহত


এমরান হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে দীর্ঘক্ষণ পড়ে ছিলো
ব্যাংক কর্মকর্তা মো. ইব্রাহিমের (৩৫) মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, জেলার পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
রোববার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা কারাগারে প্রধান ফটকের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্যাংক কর্মকর্তা।
নিহত ইব্রাহিম শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার মাইজ পাড়া রাঢ়ী কান্দি গ্রামের আবদুল হামিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম দুপুর সাড়ে ১২ টার দিকে লক্ষ্মীপুর থেকে তার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে চন্দ্রগঞ্জ যাচ্ছিলেন। জেলা কারাগারে সামনে পৌঁছলে, তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিক-আপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল। তবুও তার মুখমন্ডল থেঁতলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সদর (সার্কেল) এএসপি মো. সোহেল রানা, লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলমসহ প্রমুখ।
ওসি মোসলেহ উদ্দিন মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি একটি ব্যাংকের কর্মকর্তা ও শরিয়তপুর জেলার বাসিন্দা। তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিক-আপ ভ্যান আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, মোটরসাইকেল ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।