চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ১০ লক্ষ টাকার চাঁদা না দেওয়াই বসত ঘরে আগুন

এমরান হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে রায়পুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসী বসত ঘরের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। একই বাড়ির
নিজাম হায়দার পাটোয়ারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায় ৭ই অক্টোবর বৃহস্পতিবার রাত ০২/১০ রাত ০২:১০ মিনিটের সময় আগুনের সূত্রপাত ঘটে। পৌরসভা দেনায়েতপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী নিয়াজ কবির চৌধুরী স্ত্রী শারমিন আক্তারের নিজ বসত ঘরে এই ঘটনা ঘটে। অন্যদিকে অভিযুক্ত নিজাম হায়দার পিতা – মৃত এবাইদ উল্লাহ একই বাড়ির পার্শ্ববর্তী
রায়পুর সহকারি পুলিশ সুপার কার্যালয় পাশে বসতবাড়ির।
এই সময় শারমিন আক্তার বললেন আমার ঘরে থাকা ফ্রিজ টিভি আলমারি খাট আসবাবপত্র সামগ্রী সহ যাবতীয় মালামাল পুড়ে যায়।
দীর্ঘ সময় এলাবাসির সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ক্ষতিগ্রস্ত শারমিন ও সাংবাদিক দেলোয়ার মিদ্দা দাবি করেন, আগুনে তার প্রায় ৩ থেকে ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। তিনি আরো বলেন,
১০, লক্ষ টাকার চাঁদা দাবি করেন নিজাম হায়দার পাটোয়ারী,বিভিন্ন সময় গুম হত্যা আগুন দিয়ে পুড়ে দেবে বলেছেন,আমি এলাকার মান্যগণ্য সবাইকে এই বিষয়ে জানিয়েছি
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক হারুনের বাড়ি, প্রকাশ সুলতান মাস্টার বাড়ি শারমিনের বসত ঘরের আসবাবপত্র আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বসত ঘরের আসবাবপত্র থাকা মালামাল পুড়ে যায়। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান রায়পুর থানা পুলিশ

রায়পুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সোলেমান চৌধুরী আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। শর্টসাকিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এই বিষয়ে কেয়ারটেকার আলমগীর,আজাদ,নার্গিস, প্রীতি আক্তার, জহির সহ,অনেকে জানান,আগুন যখন লাগছে তখন নিজাম হায়দার সহ দুই তিন জন লোক পালাতে দেখে এলাকাবাসী ধরার জন্য অনেক চেষ্টাকরে কিন্তুু ধরতে পারেনি।তাৎক্ষণিক বাগানের ভিতর পালিয়ে গিয়েছিল নিজাম গংরা।

নিজান হায়দার ও তার স্ত্রী বলেন,
১০, লক্ষ টাকার চাঁদা দাবি করিনি শারমিনের শশুরের সাথে
দীর্ঘদিন যাবৎ মামলা-মোকদ্দমা চলে আসতেছে আগুনের বিষয়টি আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ভুক্তভোগি দের অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button