রাজনীতি

লাখো লাখো মানুষের উপস্থিতিতে আজকের গণসমাবেশ সফল : ড. মঈন খান

খুলনা প্রতিনিধিঃ-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, খুলনায় আওয়ামী লীগের শোচনীয় পরাজয় হয়েছে। সরকারি দলের হামলা, পুলিশের গণগ্রেফতার, যানবাহন বন্ধ ও সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির পরও লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে আজকের গণসমাবেশ সফল করে খুলনার মানুষ বীরত্বের পরিচয় দিয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে খুলনায় শুরু হওয়া বিএনপির গণসমাবেশের বক্তব্যে ড. আবদুল মঈন খান এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ দলের কন্দ্রেীয় নেতারা।

ড. আবদুল মঈন খান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা আটকে রেখেছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। অবৈধভাবে ক্ষমতায় আসায় জনগণের ওপর সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আর এর মাশুল দিচ্ছে জনগণ।

তিনি বলেন, আমরা জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এ লড়াইয়ে বিজয়ী হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো। অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করবো।

ড. মঈন খান বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রচণ্ড ভয় পায় বলেই তাকে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে দণ্ড দিয়েছে।

অবৈধ এ সরকারের বিদায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button