মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
প্রধান শিক্ষকের অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ঝিকরগাছায় জামায়াতের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুলনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদ কর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত জাগো নারী ফাউন্ডেশনের চেয়ারপার্সন নূর-উন-নাহার মেরী পেলেন আজীবন সম্মাননা পদক শার্শার বাগআঁচড়ায় শীতার্থদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ ঢাকা ইডেন মহিলা কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী আটক জমে উঠেছে বাগআঁচড়া বেলতলা কুলের বাজার মুখরিত আড়ৎদার ও চাষীরা বিএমডিসি থেকে চিকিৎসা সেবায় বঞ্চিত ডিপ্লোমা ডেন্টাল ডিগ্রিধারীরা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সাত দিনের যাতায়াতের রাস্তা তৈরি অবৈধ বাঁধ কেটে দেয়ার নির্দেশ

লামায় সচেতন সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা 

Reporter Name / ২৮ Time View
Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
Oplus_131072

জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় এক সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শ্লোগান সম্বলিত নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় ভরে উঠে উপজেলা পরিষদ চত্বর। উপজেলা বিএনপি’র (একাংশ) সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন,বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাধারণ সম্পাদক জাবেদ রেজা। বিএনপি নেতা মো. ইউছুফ আলী, ছাত্রদল নেতা বুলবুল ও মো. শাহরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক জনসভায় বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির আহবায়ক মো. সাইফুদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আইয়ুব আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান, জিয়া সাংস্কৃতিক সংগঠনের বান্দরবান জেলা সভাপতি মো. আলমগীর চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লাল সিংহ তংচংঙ্গ্যা, বান্দরবান জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক উনুচিং মার্মা,লামা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি,শারাবান তাহুরা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।https://bbsnews24.com

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন রাসেল, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহির, উপজেলা মহিলা দলের (একাংশ) সভাপতি শারাবান তহুরা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক বশির আহমেদ, মিজানুর রহমান ও জাকির হোসেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন, রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গাজী, লামা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, গজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন সুমন ও সরই ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হালিম প্রমুখ। জনসভায় উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুই সহশতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ১/১১ সময় আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আসে। এ অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশে কোন ধরণের ভোটাধিকার সহ মানুষের মৌলিক অধিকার ছিলনা। ছিল শুধু মানুষের ঘরে ঘরে মামলা, হামলা, গুম ও খুনের আহাজারি। গত ৫ আগস্ট তারেক জিয়ার নেতৃত্বে দেশের ছাত্র-জনতা সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে নতুন করে দেশকে স্বাধীন করেন। দেশ স্বাধীনের পর খুনি হাসিনা পালালেও আজও তার দোসররা রয়ে গেছে। তারা নতুন করে দেশে অস্থীতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খুনি হাসিনার দোসরদের প্রতিহত করার আহবানও জানান বক্তারা।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *