চট্টগ্রাম

লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাহাব উদ্দিন নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। ১লা অক্টোবর দুপুরে ইয়াংছা ১১ কেভি’র লাইনে মিরিঞ্জা পর্যটনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।বিদ্যুতের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ যোদ্ধারা রাতদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। নিহত শাহাব উদ্দিন ১৯৯৬ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে লাইনম্যান পদে চাকুরী প্রাপ্তির পর থেকে লামা সরবরাহ কেন্দ্রে কর্মরত থেকেছেন। তিঁনি বিগত প্রায় এক দশক আগে লাইনম্যান ‘এ’ গ্রেডে পদোন্নতি পান। তিঁনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া আমিরাবাদ পুটিবিল্যা ইউনিয়নের বাসিন্দা। চলনে বলনে মার্জিত-শান্ত স্বভাবের এই মানুষটি কর্মজীবনে নিরলস ও দায়িত্বশীল ছিলেন। বিদ্যুৎ এবং বিদ্যুৎ তারের সংশ্লেষ ছিল যার জীবন; সেই তিঁনি আজ বিদ্যুৎ দুর্ঘটনায় প্রাণ হারান।
লামা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে সাহাব উদ্দিন লামা-ফাঁসিয়াখালী সড়কে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সাথে সাথে তাকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলার ম্যাক্স হসপিটালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ বছর ধরে লামা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে লাইনম্যান পদে কর্মরত রাজস্ব খাতের একজন স্টাফ ছিলেন সাহাব উদ্দিন।এ বিষয়ে লামা থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান সাহাব উদ্দিনের মুত্যৃর খবর শুনেছি। তবে অফিসিয়ালি এখনো জানানো হয়নি। জানানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button