লোহাগড়ায় ৫দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন


রাশেদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ৫দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৩/১০/২৩ বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন (বিসিক), লোহাগড়ায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃআজগার আলী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, নড়াইলে অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, বিসিকের প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ও কুঠির শিল্পের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। শিল্প সৃষ্টিতে প্রশাসনের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন ( বিসিক),নড়াইল এর উপ-ব্যাবস্থাপক প্রকৌশলী মোঃ সোলায়মান হোসেনের বলেন চীনের মতো ঘরে ঘরে শিল্প কারখানা তৈরী করতে নড়াইল বিসিক কাজ করে যাচ্ছে, যার জন্য নড়াইলে দিন দিন শিল্প উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে ও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। উল্লেখ্য যে, নড়াইল বিসিক হতে মাত্র ২৪০ টাকায় কুটির শিল্প প্রতিষ্ঠান এর নিবন্ধন প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষনে অংশ গ্রহন কারী ২৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরণ করা হয়।