

ফরিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)ঃ বাগেরহাটের শরণখোলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক শরণখোলা শাখার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ আগস্ট) সকালে শরণখোলা উপজেলা পরিষদ পার্কে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শরণখোলা শাখার এস,পিও ও ম্যানেজার মোঃ সোহেল রানা,এসইও ও বিনিয়োগ ইনচার্জ মো: রিফাত মাহমুদ, অফিসার ও জিবি ইনচার্জ মো: শফিকুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তাগন।
এ সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংক শরণখোলা শাখার এস,পিও ও ম্যানেজার মোঃ সোহেল রানা বলেন,রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল চত্বর,বি,কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আমড়াগাছিয়া মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।