শরীয়তপুরের গোসাইরহাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নয়ন দাস শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার উত্তর হাটুরিয়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ১টার সময় এসআই মোঃ মতিউর রহমানের নেতৃত্বে এসআই মনিরুজ্জামান, এসআই সোহেল, এসআই তানভীরসহ পুলিশের একটি টিম গোসাইরহাট উপজেলার উত্তর হাটুরিয়ার শাহেলাতলা নামক স্থানে বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
গোসাইরহাট থানার (ওসি) তদন্ত মোঃ ওবায়েদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গোসাইরহাট থানার উত্তর হাটুরিয়ায় অভিযান চালিয়ে মৃত মো. খালেক ঢালীর ছেলে মো. সেন্টু ঢালী (৩৮), ও রুবিনা বেগম (৩২), কে আটক করে। পরে তাদেরকে তল্লাশি করে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ বিষয়ে গোসাইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে আদালতে চালান করা হয়েছে।