জেলার খবর

শরীয়তপুরের গোসাইরহাটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নয়ন দাস শরীয়তপুর প্রতিনিধি

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার গোসাইরহাটে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে ৷

শনিবার (২৯-অক্টোবর) সকাল ১১টায় গোসাইরহাট থানা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়।এরপর গোসাইরহাট থানার আয়োজনে থানার হল রুমে কমিউনিটি পুলিশিং ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোসাইরহাট থানার ওসি তদন্ত ওবায়েদুল হক এর সভাপতিত্বে ও এসআই মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মিন্টু বেপারী, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন,দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প বাস্তবায়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ এবং কমিউনিটির মধ্যে সেতুবন্ধন তৈরি করে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন ও উদঘাটন, জননিরাপত্তা বিধান এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ রাখতে এটি সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে”।

বক্তারা আরো বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশেষ অবদান রাখা যাবে বলে আমরা মনে করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button