জেলার খবর

শরীয়তপুরের গোসাইরহাটে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

নয়ন দাস শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলার গোসাইরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ নভেম্ভর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সুজন দাশ গুপ্ত।

উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

মেলায় ২০টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল, এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়।এরপর মেলার স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button