ঢাকা

শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে কুমির উদ্ধার

নয়ন দাস,শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাটে এক মাছের ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি এলাকা থেকে সোমবার (১৪ নভেম্বর) রাত ৯ টার দিকে ফাঁদ পেতে কুমিরটি উদ্ধার করেন স্থানীয়রা।আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২ টায় উদ্ধার করা কুমিরটি হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ ইউনিটের কাছে।

আলাওলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উসমান গনি ব্যাপারী বলেন, সোমবার বিকেলে পাজালকান্দি এলাকার মো. খলিল কাজির মাছের ঘেরের পাড়ে কিসে যেন গর্ত করছিল, তখন সন্দেহ হয় স্থানীয়দের। পরবর্তীতে ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, কুমিরটি দৈর্ঘ্য প্রায় সাড়ে ৭ ফুট। এব্যাপারে গতরাতে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তাকে কুমিরের ছবি ও ভিডিও পাঠিয়েছি। তারা দেখে বলেছেন এটা লোনা পানির কুমির। তারা পাঁচ সদস্যর একটি দল আজ দুপুরে ঢাকা থেকে এসেছেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পরিচালক মো. সানাউল্লাহ পাটোয়ারী প্রেস ব্রিফিংয়ে বলেন, আলাওলপুর ইউনিয়নের জয়ন্তী নদীর পাশে মাছের ঘের থেকে যে কুমিরটা পাওয়া গেছে সেটা একটা লোনা পানির কুমির। যাকে সল্ট ওয়াটার ক্রোকোডাইল বলা হয়। এটা এখানে আসার পেছনে অনেকগুলো কারণ হতে পারে বলে আমরা ধারণা করছি ‌। এখন আমরা কুমিরটাকে খুলনাতে রেসকিউ সেন্টারে নিয়ে যাব সেখানে এটাকে প্রাথমিক পর্যবেক্ষণ করা হবে পরে সুন্দরবনের গরমজলে নিয়ে সেখানে আমাদের কুমিরের রেয়ারিং সেন্টার ও বিডিং সেন্টার রয়েছে। সেখানে আমরা তাকে অবমুক্ত করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button