জেলার খবর

শরীয়তপুরের গোসাইরহাটে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নয়ন দাস শরীয়তপুর প্রতিনিধি

আসন্ন বিশ্বকাপ ফুটবল নিয়ে আনন্দের জোয়ারে ভাসছেন ফুটবলপ্রেমীরা। পিছিয়ে নেই শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ফুটবলপ্রেমীরাও। তাই তো ‘ব্রাজিল ফ্যান ক্লাব’এর আয়োজনে ব্রাজিল সমর্থকরা প্রায় ১০০ মোটরসাইকেল নিয়ে বের করেছেন বর্ণাঢ্য শোভাযাত্রা।

রোববার (২০ নভেম্বর) বিকাল ৩টায় ব্রাজিল সমর্থকদের আয়োজনে এ মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারের গরুর মাঠ থেকে বের হয়ে উপজেলা প্রধান সড়ক ও বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক বাদল বেপারী বলেন, খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে এ আয়োজন।

নয়ন সিকদার নামের আরেক ব্রাজিল সমর্থক বলেন, কাতার বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছি। মেতে ছিলাম আনন্দ উৎসবে। ব্রাজিল দলের সবার খেলাই ভালো লাগে। তবে বেশি ভালো লাগে নেইমারের খেলা।

ব্রাজিল সমর্থক রাজু বেপারী বলেন,প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ উদযাপন করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button